চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের সকল জেলার ২২টি কলেজ অংশ গ্রহণ করে। ৫ দিন ব্যাপী এই টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজার সিটি কলেজ ৪০ গোলে শাহ্‌ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. গিয়াসউদ্দিন বাবর। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কক্সবাজার সিটি কলেজের প্রভাষকবৃন্দ। চট্টগ্রামের ফুটবল অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রধান অতিথি টুর্নামেন্ট শেষে জেলা ক্রীড়া অফিস চট্টগ্রামকে ধন্যবাদ জানান। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত
পরবর্তী নিবন্ধসোনাইরকুল আন্তঃ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন