বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের নবনির্বাচিত ১২তম কমিটির শপথ গ্রহণ গত ১ ফেব্রুয়ারি চিটাগাং ক্লাব অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে।১ম পর্বে স্থাপত্য প্রদর্শনী ও পিঠা উৎসব এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থপতিদের সন্তানরা অংশগ্রহণ করেন।নবনির্বাচিতকমিটির চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান চৌধুরীর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। ১১তম কমিটিকে বিদায় জানিয়ে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেন চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান চৌধুরী,ডেপুটি চেয়ারম্যান স্থপতি আদর ইউসুফ, সম্পাদক স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ রুম্মান সদস্য অনিকেত চৌধুরী,হোসেন মুরাদ, মো.মঈনুল হাসান, শায়লা আহমেদ, মুহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাস্থই’র সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম. আহমেদ।স্থপতি সিনথিয়া শবনমের সঞ্চালনায় এবং বিজয় এস.তালুকদার, মো. আসাদুজ্জামান চৌধুরী, রাজিব চৌধুরী, অর্চিশমান দাশ, শান্তনু বেনজীর বিভা ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য’র পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাস্থই নবনির্বাচিত নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, এবং স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী, স্থপতি সৈয়দা জেরিনা উদ্দিন, স্থপতি মো. শহীদুল হক, স্থপতি আশিক ইমরান, স্থপতি ফারুক আহমেদ ও চট্টগ্রামে চর্চারত স্থপতিগণ ও স্থাপত্য ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।