পেকুয়া উপজেলায় অবস্থিত পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদরাসার ১২তম বার্ষিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সম্প্রতি মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক শফিকীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মিনি ল’ স্কুল এর প্রতিষ্ঠতা অ্যাডভোকেট রায়হান সোবাহান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মাদরাসার পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রায়হান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহেদ উল্লাহ, টইটং ইক্বরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন ও জামায়াত নেতা আমান উল্লাহ। মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন জামেয়া আজিজিয়া ফটিকছড়ির মুহাদ্দিস মাওলানা মুফতি মুহাম্মদ রশিদ। বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন পশ্চিম চাম্বল বাংলা বাজার শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা আব্দুল মজিদ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আনছারুল ইসলাম, ডলমপীর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।
মাহফিলের শেষে মাদ্রাসার উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা মরতুজা হাসান। প্রেস বিজ্ঞপ্তি।