হাটহাজারীর পূর্ব শিকারপুরের আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদিউরনেছা সিদ্দিকা। সিনিয়র সহকারী শিক্ষক রত্না রাণী চক্রবর্তী ও সহকারী শিক্ষক রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ জসিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক আখতারুল আলম, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, রিম্পী বিশ্বাস, নাসরিন সুলতানা, তানজিনা রহমান, সাবরিনা আবছার, জয় কুমার নাথ, আনোয়ার জাহেদ, প্রীতি চৌধুরী, শিউলি রাণী নাথ, রফিকুল ইসলাম বেলাল, আফসানা নুর আকতার ও শাহমিতা আলম। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন মোহাম্মদ ইদ্রিস, হারুন অর রশিদ, শাহীন আকতার, মোহাম্মদ করিম, মোহাম্মদ জাহেদ ও সাহেদা আকতার। দুই দিনব্যাপী এই আয়োজনে ৪টি হাউসে এথলেটিক্সের ৪০টি ইভেন্ট ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব প্রতিযোগিতায় ৫টি হাউসে বিভিন্ন ধরনের ২০০টির অধিক পিঠার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে শামসুন নাহার হাউস চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হাউস রানার্সআপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।