১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৯ টাকা

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

তরল পেট্রোলিয়াম গ্যাসএলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবার বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য সরকার নতুন যে দর ঠিক করেছে, তাতে কেজিতে ১ টাকা ৯৭ পয়সা হারে বেড়েছে। নতুন দর অনুযায়ী রান্নায় বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা ঠিক করা হয়েছে।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দর ঘোষণা করে। বরাবরের মতো এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও টাকার অবমূল্যায়ন হওয়ার কারণ দেখিয়ে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে এলপিজির দাম অপরিবর্তিত রাখে সরকার। খবর বিডিনিউজের।

২ জানুয়ারি বিইআরসি বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বর ও ডিসেম্বর মাসের মত ১৪৫৫ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু মূল্য সংযোজন করভ্যাট বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে ১৪ জানুয়ারি চার টাকা বাড়িয়ে সেই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১৪৫৯ টাকা।

গতকাল বিইআরসির বিজ্ঞপ্তিতে জানান হয়, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন এবং বিউটেনের গড় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৬২৮ দশমিক ৫০ ডলার, যা জানুয়ারিতে ছিল ৬১৮ দশমিক ৫০ ডলার। সেই বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, রেটিকুলেটেড এলপিজির দাম হবে প্রতিকেজি ১১৯ টাকা ৪১ পয়সা, খুচরা পর্যায়ে প্রতিলিটার অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধ২৯টি পদে ৬০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পরবর্তী নিবন্ধইজতেমা ময়দানে আছড়ে পড়ল ড্রোন, হুড়োহুড়িতে আহত ৪১