২৪ ঘণ্টায় নগরে আরো ২৮ জন গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় নগরের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার আরো ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হচ্ছেনমো. মামুন (৩৭), মো. আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), মো. এনামুল হক, ছোটন নাথ (৩২), মো. ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), কর্ণফুলী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২), মো. রিপন মিয়া (৪১), মো. সাজ্জাদ হোসেন (২৫), মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), মো. রায়হান (২২), মো. জিসান (২৪) মো. হানিফ সুম (৪২), মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), সোহেল আহম্মদ সেলু (৪০), আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), মো. কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), বন্দর থানা ছাত্রলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন অনিক (২৫), মো. তসলিম (৩৮), মো. মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮) ও ইকবাল হোসেন (৩৫)

সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেলার দোকান থেকে কাপড় চুরিতে বাধা, হকারকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধসরস্বতী পূজা আজ