এবার ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তের মুখে টিউলিপ

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

সমালোচনার মুখে যুক্তরাজ্যের আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো টিউলিপ সিদ্দিকের বিষয়ে এবার তদন্ত শুরু করেছে ব্রিটেনের অপরাধ তদন্ত বিষয়ক জাতীয় সংস্থাএনসিএ। গেল মাসে ঢাকায় দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এনসিএ এই তদন্ত শুরু করে বলে শনিবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়। খবর বিডিনিউজের।

ডেইলি মেইল বলছে, গেল মাসের বৈঠকে দুদক কর্মকর্তারা ব্রিটিশ গোয়েন্দাদের জানিয়েছেন যে তারা টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে ‘নতুন প্রমাণ’ পেয়েছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তিতে টিউলিপ এই দুর্নীতি করেছেন বলে ভাষ্য দুদক কর্মকর্তাদের। যুক্তরাজ্যভিত্তিক পত্রিকাটি বলছে, ব্রিটিশ সরকার এখন চাইলে টিউলিপের ব্যাংক হিসাব ও ইমেইল চালাচালি খতিয়ে দেখার পাশপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলবও করতে পারে।

টিউলিপ ও শেখ রেহানাসহ তাদের পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৯০ কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম এই বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে, যার ৯০ শতাংশ ঋণই এসেছে ক্রেমলিনের কাছ থেকে।

দুদক কর্মকর্তাদের বরাতে ডেইলি মেইল বলছে, টিউলিপকে বিচারের আওতায় আনতে ঢাকাকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এনসিএ কর্মকর্তারা। তারা যুক্তরাজ্যে তদন্ত চালিয়ে আন্তর্জাতিক একটা চুক্তির মাধ্যমে এই সহযোগিতা দিতে চান। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে দেশের বাইরে থেকে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বই সব আসেনি, জমে ওঠার অপেক্ষা
পরবর্তী নিবন্ধজিপিএইচ মহারাজ দরবার, চ্যানেল পার্টনারদের বিশেষ সম্মাননা