চন্দনাইশে দোকান থেকে কাপড় চুরির ঘটনার জেরে এক কাপড় ব্যবসায়ীর ছেলেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত মো. তামিম (১৭) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বসা মেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে হকার ও ভাসমান দোকানিরা এসে মাজার এলাকায় বেচাকেনা করছিল। এদের মধ্যে মো. ফয়েজ আহমদ ও তার ছেলে মো. তামিম কাপড়ের দোকান নিয়ে বসে। শনিবার রাত ৯টার দিকে মো. আরমান হোসেন (২০) নামে এক যুবক দোকানে এসে একটি গেঞ্জি ক্রয় করে। এ সময় কৌশলে সে দোকান থেকে কাপড় চুরি করে নিয়ে যাওয়ার সময় তামিম দেখে ফেললে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয়রা আরমান হোসেনকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। আধঘণ্টা পর আরমান তার ২ ভাই মো. আরফাত হোসেন (২৪) ও মো. এমরান হোসেনকে নিয়ে এসে দোকানি তামিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে গুরুতর জখম করে। এক পর্যায়ে তামিমকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় মেলায় আসা জনতা উত্তেজিত হয়ে পড়লে চন্দনাইশ থানা পুলিশের টিম হামলায় জড়িত ৩ ভাইকে আটক করে। আটককৃত তিন ভাই চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ড দক্ষিণ হারলা গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। আহত তামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, উক্ত ঘটনায় আহত তামিমের পিতা মো. ফয়েজ আহমদ ৩ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আটককৃত ৩ ভাইকে গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।