ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৪:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শহীদের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম সাইফুল ইসলাম। মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় তার শ্বশুরবাড়ি বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়িতে থাকতেন। শনিবার সন্ধ্যার দিকে সেলিমের দোকান এলাকায় তাকে একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় আহমদ ছাফা নামে একজনের নেতৃত্বে স্থানীয় কিছু লোক।

পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

রাজনৈতিক কোন্দলে এবং বালু উত্তোলনের বিষয়ে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেওয়ান সামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বালু উত্তোলনের বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নিহত ব্যক্তি অতীতে বালু উত্তোলনের একটি গ্রুপের সাথে কাজ করতো। এ ব্যাপারে ১০-১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ মাস পর নেতা পেল দক্ষিণ জেলা বিএনপি
পরবর্তী নিবন্ধবান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২