পাঁচ মাস পর নেতা পেল দক্ষিণ জেলা বিএনপি

ইদ্রিস মিয়া আহবায়ক, হেলাল উদ্দিন সদস্য সচিব

মোরশেদ তালুকদার | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

দীর্ঘ পাঁচ মাস পর নেতৃত্বর শূন্যতা কাটল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র। আলহাজ্ব ইদ্রীস মিয়াকে আহবায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে আজ রোববার ( ২ ফেব্রুয়ারি) গঠন করা করা হয়েছে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ছিলেন।

আহবায়ক কমিটির বাকিদের মধ্যে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।

উল্লেখ্য, দলের তিন নেতার বিরুদ্ধে রাতের আঁধারে এস আলম গ্রুপের গাড়ি সরিয়ে নেয়ার অভিযোগ ওঠার পর গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির ওই সময়ের আহবায়ক কমিটি। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আভাস দিলেও পাঁচ মাস পেরিয়ে যায়। সর্বশেষ আজ কমিটি ঘোষণা করা হল।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ