ফটিকছড়িতে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাতের আঁধারে কাটা হচ্ছিল ফসলি জমির মাটি

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৭ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় অভিযান পরিচালনা করে এই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শফিকুল ইসলাম, মো. সাকিব, রুবেল, বাবলু, আবদুল কাদের বাদশা, মো. ইয়াকুব এবং মো. মোরশেদ।

বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির কাটছিলেন চক্রগুলো। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৭ জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১ জনকে দুই মাসের, ৪ জনকে ১৫ দিন করে এবং ২ জনকে ২ দিন করে সাজা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলে বাংলাদেশি পণ্যমেলা জুনে
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার