বাঁশখালীর শীলকুপে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের মনকিচর শাপলা পাড়া আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় শাপলা পাড়া ফুটবল একাদশকে হারিয়ে দিঘীর পাড়া ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তৌহিদুল আলম (মাসুদ)। অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক মাষ্টার মোহাম্মদ ইউনুছ, এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলার আহ্বায়ক মো. আনছার উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎসজীবী দলের সদস্য ও বাঁশখালী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ আলী সওদাগর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হক, আহমদ ছফা, মো. নোমানুল হক, মঈন উদ্দিন, ফজল কাদের, মোরশেদ হাসান, ব্যবসায়ী মো. মনির, ব্যবসায়ী আব্দুর রহিম কন্ট্রাক্টর, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাহাব উদ্দিন, শীলকূপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, মো. জকরিয়া খোকন, আবদুল্লাহ আল নোমান, মো. মিজান, মো. আরিফ, মো. আলী হোছাইন, মো. ফকর উদ্দিন, আজিজসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে কাজী রফিক আহমেদ হাফেজ মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন