এসো ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের উদ্যোগে আজ ২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে শুরু হবে দিনব্যাপী আর্চারি উৎসব। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ টায় চট্টগ্রাম সার্কিট হাউস চত্বর হতে র্যালি, পিঠাপুলি উৎসব, দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওপেন আর্চারি প্রতিযোগিতা। দিনব্যাপি এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সাধারন সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, তারুণ্যের উৎসব কমিটির প্রধান মো. ফারুক ঢালী। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে চট্টগ্রামের ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল।