রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে হাফেজগণ

জাতীয় হাফেজে কোরআন সম্মেলনে ধর্ম উপদেষ্টা

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোরআনে হাফেজদের উর্বর ভূমি বাংলাদেশ। বিশ্বের সর্বাধিক কোরআনে হাফেজ রয়েছে দ্বিতীয় বৃহত্তর মুসলিম এই দেশে। আরবী শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে বিভিন্ন পেশায় অধিকতর সাফল্য অর্জন করে এগিয়ে যাচ্ছেন তারা। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিচারক, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিদেশে উচ্চতর গবেষণায় থেকে সামগ্রিকভাবে অবদান রাখছেন।

গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় হাফেজে কোরআন সম্মেলন২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থেকে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে কোরআনের হাফেজগণ। জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল হক, চট্টগ্রাম জামিয়া লালখান বাজার মাদরাসার সহকারী পরিচালক মুফতী হারুন ইজহার, চট্টগ্রাম আহসানুল উলুম গাউছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী ও চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজের ভাইসপ্রিন্সিপাল অধ্যাপক হাফেজ রেজাউল করিম ছিদ্দিকী, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, জাতীয় হাফেজে কোরআন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক হাফেজ নাঈম আহসান তালহা। সম্মেলনে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল হাফেজদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং হাফেজে কোরআনদের দাবি আদায়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা আলী বিন আবি তালিব, চট্টগ্রামের পরিচালক হাফেজ আবদুল মান্নান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ সভাপতি হাফেজ আবদুর রশিদ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল হক, হাফেজ মাওলানা আবু তৈয়ব, হাফেজ নোমান হাসান, হাফেজ আবদুল মান্নান মারুফ, হাফেজ ডা. রাগিবুল ইসলাম, হাফেজ ডা. মোহাম্মদ মুজিবুল হক, হাফেজ আবদুল মুসাওয়ীর হাবীব, হাফেজ হুমায়ুন বিন আহমদ, হাফেজ মাওলানা মহি উদ্দীন মাহবুব, হাফেজ ইমরানুল হক প্রমুখ। সম্মেলন সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ নোমান, মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা শহিদুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নগরীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ মেয়েরা