চট্টগ্রাম মহানগরীকে বাসযোগ্য ও নিরাপদ আবাসন হিসেবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেন, আমাদের এই চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী শহর। এই চট্টগ্রাম নগরী হচ্ছে বাণিজ্যিক রাজধানী। আজকে পাহাড় কাটার কারণে পাহাড় ধসে ৫৬ জনেরও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে। তারাতো গরীব মানুষ, বস্তির মানুষ, তাদের কেনো প্রাণ দিতে হয়েছে। সিটি কর্পোরেশন আপনারা তাদের কোনো ক্ষতিপূরণ দেননি। আজকের এই র্যালি সর্বস্তরের চট্টলার জনগণ পেশাজীবী, শ্রমিক মেহনতি মানুষ, সাংবাদিক, আলেম উলামা, ইমামসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এইটা শান্তিপূর্ণ এটা নন–পলিটিক্যাল অনলি ফর চট্টগ্রামের সমস্যার সমাধানের জন্য আমাদের আজকের এই র্যালি। আমি নগরীর জলাবদ্ধতার ব্যাপারে স্পষ্টভাবে জামায়াতের পক্ষ থেকে ঘোষণা করছি সরকার যে কোনো সময় যে কোনো কাজের জন্য মহানগরী জামায়াত আপনাদের যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য যখনই ডাক দেবেন আমরা আপনাদের পাশে থাকব।
তিনি আরও বলেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব। প্রধান উপদেষ্টা আপনি যখনই চট্টগ্রামের যে কোনো কাজের জন্য মহানগরী জামায়াতে সবস্তরের জনশক্তিকে যখনই ডাক দিবেন আমরা আপনার পাশে দাঁড়াবো। আমরা আর জলাবদ্ধতা দেখতে চাই না। তাই ৫১ টি খাল চট্টগ্রামে আজ অবৈধভাবে দখল হয়ে গিয়েছে। বিশেষভাবে কর্ণফুলীতে অবৈধ দখলদারদের আগামী ১৫ দিনের মধ্যে বন্দরের চেয়ারম্যান সকল প্রকার লিজ বাতিল করে কর্ণফুলীর অবৈধ স্থাপনা সব ভেঙে দিতে হবে। কর্ণফুলী নদীর সীমানা অনুসারে যাতে জোয়ার ভাটার কর্ণফুলী হয় সেটা আগামী ১৫ দিনের মধ্যে আমরা দেখতে চাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে বণার্ঢ্য র্যালি–উত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
র্যালি প্রেস ক্লাবে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন, ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোছাইন, হামেদ হাসান এলাহী, ফখরকে জাহান সিরাজী সবুজ, সদরঘাট থানা আমীর এম এ গফুর, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।