ফের আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

দশম গ্রেড

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

দশম গ্রেডে বেতন ও শতভাগ পদোন্নতির দাবি নিয়ে ফের আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার মহাসমাবেশ এবং এরপর সেখানেই অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আখতার। খবর বিডিনিউজের।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটটফর্ম ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে তুলে ধরে তিনি বলেন, শনিবার প্ল্যাটফর্মের অন্য সংগঠনগুলোর নেতারা সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী সংগঠন ঐক্য পরিষদ’ এর অন্যতম শরিক সংগঠন।

শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আখতার বলেন, আমরা ২২ ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। শনিবার অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে এমনটাই আলোচনা করেছি। সেখানে অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণাও আসতে পারে। অবস্থা বুঝে আমরা কর্মসূচি নির্ধারণ করব।

আরেক শরিক সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন বলেন, দশম গ্রেডে বেতন, শতভাগ পদোন্নতি ও শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আমরা ২২ ফেব্রুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করব। শহীদ মিনারে সে কর্মসূচি হবে। যদি সেখানে করা না যায় তাহলে শাহবাগে মহাসমাবেশ করব। সেখান থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (আনিসরবিউল) আরেক অংশের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, আমরা ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ওইদিন অন্য একটি সংগঠনের কর্মসূচি থাকায় আমরা কিছুটা পিছিয়ে মহাসমাবেশ আয়োজন করব বলে আশা করছি। আর এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনাও হচ্ছে। শিগগিরই কর্মসূচির দিন তারিখ ও কী কর্মসূচি হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আরেক শিক্ষক নেতা খায়রুন নাহার লিপি বলেন, আমরা চাই সহকারী শিক্ষকদের এন্ট্রি ধরে দশম গ্রেডে বেতন। খুব শিগগিরই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, এসব স্কুলে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। দশম গ্রেডে বেতনের দাবিতে বেশ কয়েক মাস ধরেই সরকারি প্রাথমিকের শিক্ষকরা সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর আগে গত ২৪ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

২০২০ সালের ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যদিও শিক্ষকদের পক্ষ থেকে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দেওয়ার দাবি ছিল। বর্তমানে ১৩তম গ্রেডে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেড পেলে তা হবে ১৬ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ,নিহত ১
পরবর্তী নিবন্ধইউএনওকে সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্টদের স্মারকলিপি