শীতলপুরে লোকনাথ ব্রহ্মাচারী সেবাশ্রমে ধমীয় অনুষ্ঠান

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের শীতলপুর লোকনাথ সেবাশ্রমের ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ৩১ জানুয়ারী মন্দির প্রাঙ্গণে সূচনা হয়। উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. কানু রাম শার্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. তুমার সিংহ হাজারী। উদ্বোধক ছিলেন মনি লাল দাশ। প্রধান বক্তা শিবু প্রসাদ দত্ত। অতিথি ছিলেন লায়ন তপন দত্ত, সুদর্শন চক্রবর্তী, পলাশ কান্তি নাথ রনি। বক্তব্য রাখেন কমলেশ ধর, রাজেন্দ্র দাশ, কিরণ শর্মা, অমরেন্দ্র ভট্টাচার্য, দানেশ দে, রতন আচার্য্য, সেবক চন্দ্র নাথ, দেবব্রত কর দেবু, রাজ কুমার দেব, লিটন কর প্রমুখ।

বিশ্বজিৎ পালের পরিচালনায় রবিন সাহা স্বাগত বক্তব্য রাখেন। মিটু শীল শুভেছা বক্তব্য রাখেন। অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারীর পৌরহিত্যে বিভিন্ন আশ্রমের সাধু মহারাজাদের বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও আট প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়।

এর আগে অতিথিবৃন্দ নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ,নিহত ১