আমাদের গল্পগুলো
অনায়াসে ছুঁতে পারতো
কোন ব্যর্থ প্রেমিকের হৃদয়
যদি কেউ হত্যা না করতো সময়গুলো।
আমাদের গল্পগুলো পরমানন্দে
ছুঁতে পারতো সুন্দর,
একান্তই আমাদের হয়ে
যদি আমরা একটু অপেক্ষা করতে পারতাম।
আমাদের গল্পগুলো অবিরাম মিশেছিল
আমাদের সাথে,
অভিমান নিয়ে, বিচ্ছেদ নিয়ে, নিয়ে তুমুল বিষাদ।
গল্পগুলো কেমন
মিলিয়ে গেল তুমুল কুয়াশায়
কী ভীষণ অভিমান নিয়ে!
আমাদের গল্পগুলো হাতছানি দিতে পারতো স্বর্গীয় সৌরভে,
আমাদের প্রাণ দিয়ে বলা গল্পগুলো
কান্নায় মিলিয়ে গেল।
আহত বেদনায়
আমরা লিখতে পারিনি কোন স্মরণীয় শোকগাথা
এ কি আমাদের চূড়ান্ত ব্যর্থতা?