চট্টগ্রামে দুইদিনে গ্রেপ্তার ১৫

ছাত্র আন্দোলনে হামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ও আগের দিন শুক্রবার নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামসুদ্দীন, মো. সাহেদ, মো. মাহবুব আলম, আকবর হোসেন (বাকলিয়া থানার ৩৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক), মো. রমজান, মো. জাহিদুল ইসলাম সাকিব, হৃদয় হাসান, মো. আব্বাস উদ্দিন, মো. জাকির হোসেন, তালহা জুবাইর, মেহেদী হাসান তুষার, আলমগীর বাদশা (কর্ণফুলী থানার যুবলীগের সাধারণ সম্পাদক), মো. মামুন (শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক), মো. মনির ও মো. ইমরান হোসেন। সিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ
পরবর্তী নিবন্ধদেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬ জন