শুদ্ধ সংস্কৃতি চর্চা সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন দেখায়

বোধনের তপস্বী ৬৩ আবর্তনের নবীনবরণে বক্তারা

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৬ পূর্বাহ্ণ

জীবনের প্রতিটি পদক্ষেপে সুস্থ ও সুন্দর মুক্তবুদ্ধি চর্চায় নিজের বোধশক্তি অনেকটা তীক্ষ্নতর হয়ে ওঠে। যেখানে পরিশীলিতভাবে বোধ জাগিয়ে সৃজনশীল পরিসর আরো বড় করে তোলে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের মতো প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পথচলায় অনেকে নিজেকে বিকশিত হওয়ার জন্য নিজেকে সঁপে দেওয়ায় এগিয়ে গেছে অনেকদূর।

গতকাল শুক্রবার সকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে পরিচালিত বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের তপস্বী ৬৩ আবর্তনের নবীনবরণে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন অতিথিরা। নবীন বরণে অতিথি ছিলেন ইউএসটিসির প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রাবন্ধিককলামিস্ট প্রফেসর ড. নারায়ণ বৈদ্য এবং ছড়াসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, অর্থ সম্পাদক অনুপম শীল। বক্তব্যের ফাঁকে ফাঁকে সকালের শীতের সতেজ রুদ্রময় আমেজে নতুনের অবগাহনের উৎসুক মুহূর্তে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সুচয়ন সেনগুপ্ত, উর্মি বড়ুয়া, লগ্ন বড়ুয়া, শ্রেয়সী বিশ্বাস, অপ্সরা বিপ্লব জুহি, রাজন্য দাশগুপ্ত। কথামালা ও আবৃত্তি শেষে অতিথিরা নবীন প্রশিক্ষণার্থীদের ডায়েরী, পান্ডুলিপি ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন প্রকৃতি দাশ এবং প্রীতম দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আওয়ামী নেতা মনসুর আলী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউজ্জ্বল শিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা