শেষ দিনে খুলনার সামনে কঠিন চ্যালেঞ্জ

বিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরুর হওয়া বিপিএলের দীর্ঘ জার্নি শেষে আজ শেষ হবে লিগ পর্ব। ঢাকা, সিলেট আর ঢাকা ঘুরে আজ শেষ হবে লিগ পর্বের উত্তেজনা। আর বিপিএলের এই লিগ পর্বেল শেষ দিনেও বজায় রয়েছে উত্তেজনা। কারণ এরই মধ্যে তিনটি দল প্লে অফ পর্ব নিশ্চিত করে ফেললেও একটি দল এখনো বাকি। আর সে স্থানটির জন্য লড়াই চলছে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের মধ্যে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিগ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে যদি খুলনা টাইগার্স জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ১২ ম্যাচে ১২। এরই মধ্যে লিগ পর্বের ম্যাচ শেষ করা দুর্বার রাজশাহীর পয়েন্টও ১২ ম্যাচে ১২। তবে সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকায় প্লে অফে জায়গা করে নেবে খুলনা টাইগার্স। বর্তমানে খুলনা টাইগার্সের রান রেট ০.০৪০। আর দুর্বার রাজশাহীর রান রেট .০৩০। খুলনা জিতলে রান রেট আরো বাড়বে। ফলে তারা চলে যাবে প্লে অফে। অপরদিকে এই ম্যাচে যদি খুলনা টাইগার্স হারে তাহলে দুর্বার রাজশাহী চলে যাবে প্লে অফে।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল। দুই শিরোপা প্রত্যাশি দলই এরই মধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে। তবে তাদের লড়াইটা প্রথম এবং দ্বিতীয় স্থানে যাওয়ার। শেষ ম্যাচটি খেলতে নামার আগ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে বরিশাল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর রাইডার্স। আর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগাং কিংস। আজকের ম্যাচে যদি বরিশালেল বিপক্ষে জয় পায় চিটাগাং তাহলে তাদের পয়েণ্ট হবে ১৬। তখন দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের সাথে চিটাগাং কিংসের পয়েন্ট সমান গয়ে যাবে। তখন আসবে রান রেটের হিসেব। আর সে রান রেটে এগিয়ে যাবে চিটাগাং। তখন তারা উঠে আসবে দ্বিতীয় স্থানে। আর রংপুর নেমে যাবে তৃতীয় স্থানে। হারলেও বরিশাল থাকবে এক নম্বর স্থানে। আর যদি চিটাগাং কিংস হার মানে বরিশালের কাছে তাহলে তারা তিন নম্বরেই থাকবে। তখন প্রথম কোয়ালিফায়ারে খেলবে ফলচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। আর চিটাগাং জিতলে এই ম্যাচে বরিশালের প্রতিপক্ষ হবে চিটাগাং। এবারের বিপিএলেল লিগ পর্বের প্রথম দেখাতে বরিশালের কাছে হেরেছিল চিটাগাং। তাই আজকে প্রতিশোধ নেওয়ার মিশন চিটাগাং এর জন্য। আজকের দুই ম্যাচের পর নির্ধারিত হয়ে যাবে প্লে অফ পর্বের চার দল। ২ ফেব্রুয়ারি বিরতি থাকবে। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ এবং কোয়ালিফায়ার১ ম্যাচ। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার২ ম্যাচ। আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল। আর সে ম্যাচ দিয়ে পর্দা নামবে বিপিএলের এবারের আসরের।

পূর্ববর্তী নিবন্ধঅধিনায়কদের ফটোসেশন ছাড়াই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি
পরবর্তী নিবন্ধঅপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় আমার স্বপ্ন ছিল : নীহা