‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপী আন্ত: স্কুল সেপাক টাকরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী। তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুজা উদ্দিন জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের সভাপতি এ এস এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, নির্বাহি সদস্য মো: সরওয়ার আলম চৌধুরী মনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, ক্রীড়া সংগঠক প্রসেনজিৎ দত্ত রাজু, নুরুল ইসলাম, চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্যাহ মুনির, শামসুল আনোয়ার ফাউন্ডেশনের ট্রাস্টি ফাতেমা খাতুন, হালিমা খাতুন, মোর্শেদা রানা, নুরুন্নবী খন্দকার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক রুবেল হোসেন। সারাদেশের মোট ১০টি স্কুলের খেলোয়াড়রা রেগু ও খোয়াড় ইভেন্টে অংশ গ্রহণ করে। রেগু ইভেন্ট বালক বিভাগে সুনামগঞ্জের হাজী রইজ আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। বালিকা বিভাগে রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয় দল নিজেদের স্কুলের দল দুইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কোয়াড় ইভেন্ট বালক বিভাগে ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ে দল চট্টগ্রাম মহানগরের স্টারলিট স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে রাজশাহীর ন্যাশনাল স্কুল নীলফামারীর বাঙালিপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।