রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা ও রিপশা টিম ভিজিট

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা ও রিপসা টিম ভিজিট গতকাল শুক্রবার নগরীর সাম্পান রেস্টুরেন্টে সম্পন্ন হয়।ক্লাব সভাপতি রোটারিয়ান শোয়েব উদ্দিন খানের সভাপতিত্বে এতে রিপসা টিমের কোডিনেটর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আজিজুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রিপসা টিমের সদস্য পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সালমা রহমান মনি। রিপসা টিম রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্লাবের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, রিদওয়ানুল করিম তুষার, মাইনুদ্দিন রতন, এডভোকেট আয়েশা আক্তার সানজি, কাজী হাসানুজ্জামান শান্ত, ইকরামুল হুদা, পঙ্কজ বিশ্বাস, ওয়াহিদুল ইসলাম অয়ন, ওবায়দুল হক মনি, ডাক্তার সাজ্জাদ রশিদ মারুফ, গোলাম জিলানী জুয়েল, ফজলের রাব্বি সিনান ও রোটারিয়ান আফরীন সুলতানা। সভাপতি রোটারিয়ান শোয়েব উদ্দিন খান রিপসা টিমকে ধন্যবাদ দিয়ে সভা মুলতবি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলকির সুবর্ণজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিন
পরবর্তী নিবন্ধহাটহাজারীর উত্তর মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল