সংস্কৃতিমনা ব্যক্তি মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে উঠে। তরুণ প্রজন্ম সংস্কৃতিমনা হয়ে গড়ে উঠলে সমাজ জীবন থেকে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুরুচিপূর্ণ মানসিকতা সমাজ জীবন থেকে অবশ্যই দূরীভূত হবে। সমাজ ও দেশের সেবায় তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে হলে অবশ্যই তাদের সংস্কৃতি চর্চায় উৎসাহ প্রদান করতে হবে। এই দায়িত্ব অভিভাবকবৃন্দের। শারিরীক ও মানসিক সুস্থতার জন্য সংস্কৃতি চর্চা অপরিহার্য।
সঙ্গীত পরিষদের ৮৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন পরিষদ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) প্রকৌশলী আবদুল মতিন। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত, বাংলা একাডেমির ফেলো উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও থাইল্যান্ডের অনারারী কনসাল, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংস্কৃতিসেবী আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীকে সংর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির ফেলো, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি সাংবাদিক রাশেদ রউফ ও সীতাকুণ্ডস্থ লফিতা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের এন্টিটেরিজম ইউনিটের ডিআইজি মোঃ মোসলেম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদ পরিচালনা কমিটির সম্পাদক তাপস হোড়। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের আবৃত্তি ও রবীন্দ্র সঙ্গীত বিভাগের শিক্ষক অধ্যাপক দেবাশিস্ রুদ্র ও প্রিয়ম কৃষ্ণ দে। মঞ্চে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ সাজিদুল হক হাসান ও মোঃ ওমর আলী ফয়সাল।
দুপুর ১২টায় পরিষদের ছাত্র–ছাত্রীরা ‘স্বপনপারের ডাক শুনেছি’ শীর্ষক সাংস্কৃতি অনুষ্ঠানে পরিষদের ছাত্র–ছাত্রীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। বিগত বার্ষিক পরীক্ষায় যারা ১ম, ২য় ও ৩য় হয়েছে তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক–শিক্ষিকামন্ডলী অধ্যক্ষ প্রদীপ সেনগুপ্ত, অধ্যাপক পিন্টু ঘোষ, অধ্যাপক দেবাশিস্ রুদ্র, অধ্যাপক সুচিত্রা চৌধুরী, অন্তরা দাশ, মনীষা রায়, প্রমিত বড়ুয়া, বনানী চক্রবর্তী, রাজীব চক্রবর্তী, চন্দ্রিমা বিশ্বাস, অনজন দাশ, প্রিয়ম কৃষ্ণ দে, ত্রিদিব বৈদ্য, প্রান্ত আচার্য, দীপ্ত দত্ত, দিপ্তী মজুমদার, পলাশ চক্রবর্তী, রিপন সেনগুপ্ত, তন্বী বড়ুয়া, হ্যাপী ঘোষ, মৌসুমী কর, শিউলী মজুমদার, সুখ রঞ্জন হালদার, অভিষেক দাশ, এস.এম. একরাম, দেবাশীষ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।