নিজস্ব চিন্তা-চেতনা, আবেগ ও ব্যঞ্জনা চিত্রিত করেন কবি তাঁর কবিতায়

চট্টগ্রাম একাডেমির প্রকাশনা উৎসবে বক্তারা

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য কবি জি এম জহির উদ্দীনের কাব্যগ্রন্থ ‘বিধ্বস্ত প্রেম বিপন্ন ভালোবাসা’র প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, কবি তাঁর নিজস্ব চিন্তাচেতনা, আবেগ, ব্যঞ্জনা, অভিজ্ঞতা ও সময়ের প্রেক্ষাপটে আপন ভাবনাকে আপন শৈলীতে চিত্রিত করেন শব্দে, ছন্দে, মাত্রায়, উপমায় ও প্রকরণে। কবিতায় ভাষা ও শব্দ ব্যবহারে কবি নিজে স্বাধীন। আর ভাষার আভরণে ভাবনার উৎকৃষ্ট রূপটি মেলে ধরেন তিনি পাঠকের সামনে। তাঁরা বলেন, কবিতার ভাষা আবেগের ভাষা। গদ্যের ভাষা চিন্তনের। প্রতীক ও উপমায় ভরপুর হলেও শব্দের ধ্বনি কবিতাকে চিত্তাকর্ষক করে, পাঠককে মুগ্ধ করে। কবি জহির উদ্দীনের কাব্যগ্রন্থের কবিতাগুলো কাব্যিক ব্যঞ্জনায় উজ্জ্বল।

গত ৩০ জানুয়ারি একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবিশিশুসাহিত্যিক জসিম উদ্দিন খান, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক আ ন ম মামুন, চট্টগ্রাম একাডেমির পরিচালক গল্পকার জিন্নাহ চৌধুরী, প্রাবন্ধিক নেছার আহমদ, লেখক এস.এম. আব্দুল আজিজ, কবি শারুদ নিজাম, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, গবেষক ইকবাল হায়দার, ছড়াশৈলী সম্পাদক কাসেম আলী রানা, জয়নাল আবেদীন, ফয়েজুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রাশেদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। লেখকের পরিচিতি তুলে ধরেন আবৃত্তিশিল্পী ঊর্মি বড়ুয়া। আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন মলিনা মজুমদার, যেবা সামিহা, সুমি দাশ ও সৌভিক চৌধুরী। পরে কবি জি.এম. জহির উদ্দিনের হাতে সুহৃদ সম্মাননা স্মারক তুলে দেন প্রফেসর রীতা দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি কর্মশালার সমাবর্তন