আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড গুয়াপঞ্চক গ্রামে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাকসহ স্থানীয় বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের দেখতে যান। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ও আর্থিক সহায়তা প্রদান করেন জিয়াউদ্দিন চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহিম, তৈয়ব আলী, মনির, কাশেম, আবু বক্কর, মামুন, ফারুক, শাহীন, জহির, হিরু, মুসা, কাশেম, ওমর ফারুক, সৈয়দ নূর, দিদার, নূর হোসেন, আরিফুল ইসলাম রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।