পেকুয়ায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় কন্দাল (মাটির নিচে যে ফসল হয়) ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাশেলের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল মোস্তফা, পেকুয়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাফওয়ানুল করিম, উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কন্দাল চাষি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এসময় অতিথিগন কন্দাল জাতীয় ফসলের গুরুত্ব ও কৃষকদের ফসলের পাশাপাশি কন্দাল ফসল চাষ করার আহ্বান জানান। পরে মেলায় স্থান পাওয়া কন্দাল ফসলের বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধরহমতগঞ্জে মাঘোৎসব উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের শীতকালীন পিঠা উৎসব