ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পটিয়া সদর বণিক সমিতির মতবিনিময় সভা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

পটিয়া সদর বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের শহীদ ছবুর রোড, স্টেশন রোড, ক্লাব রোড ও আদালত রোডের ১৬টি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে গঠিত বণিক সমিতির সদস্যদের নিয়ে এ সমিতি গঠন করা হয়।

গত সোমবার রাতে বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির প্রধান উপদেষ্ঠা মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা আবু বকর সিদ্দিক, আবুল কালাম, আবুল হোসেন, শফি চেয়ারম্যান, মোহাম্মদ আজগর, সাইফুল ইসলাম ও উজ্জ্বল বাবু। সভায় সমিতির আওতাভুক্ত সকল সদস্যদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সমিতির উপদেষ্ঠামন্ডী। পরে গাজী আমির হোসেন কে সভাপতি ও মুহাম্মদ আলমগীর হোসেন কে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ইসহাক কে সিনিয়র সভাপতি, যথাক্রমে মুহাম্মদ জাফর, দীপক বড়ুয়া, আবদুর রহমান, আবদুল্লাহ ও আবুল হাশেম মিন্টুকে কে সহ সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজৈব সার উৎপাদনে সফল নারী কৃষি উদ্যোক্তা
পরবর্তী নিবন্ধপটিয়ায় চলন্ত ট্রাকে আগুন