পটিয়ায় চলন্ত ট্রাকে আগুন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

পটিয়ার শান্তির হাট এলাকায় একটি চলন্ত পিকআপ গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের শান্তির হাট মাদ্রাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই গাড়িটি পুড়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের দিক থেকে পটিয়ার দিকে আসা একটি পিকআপ জিরি মাদ্রাসা গেট সংলগ্ন শান্তিরহাট বাজারে আসলে চলন্ত অবস্থায় এতে আগুন লেগে যায়। পরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তবে সিলিন্ডার বিস্ফোরন হয়নি। গাড়ির ব্যাটারির ওয়ারিং সংযোগ থেকে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের তাফসীরুল কুরআন মাহফিল