বিজয়’৭১ এর নবনির্বাচিত কমিটির (২০২৫–২০২৭) অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি বিকেল ৩টায় নগরীর শহীদ মিনার চত্বর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কো–চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ১ম অধিবেশন শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন অধ্যক্ষ এম সোলায়মান কাশেমী, পবিত্র গীতা পাঠ করেন তুর্জয় দাশ, পবিত্র ত্রিপিঠক পাঠ করেন শংকর বড়ুয়া। এতে নবনির্বাচিত প্রধান উপদেষ্টা নুর আলম নিজামীকে শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠাতা সভাপতি এড. নীলু কান্তি দাশ নীলমনি, স্থায়ী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সজল কান্তি চৌধুরী, মহাসচিব লায়ন ডা. আর.কে রুবেল, কো–চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেবুপ্রসাদ দাশকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত প্রধান উপদেষ্টা নুরুল আলম নিজামী।
নির্বাচিত সভাপতি সকল সম্পাদকমন্ডলীকে শপথ বাক্য পাঠ করান নির্বাচিত চেয়ারম্যান সজল কান্তি চৌধুরী। ২য় অধিবেশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। নবনিবার্চিত সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর ও মহিলা সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নীলরতন দাশগুপ্ত, মমতাজ উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী, রাখাল চন্দ্র ঘোষ, এস.এম লিয়াকত হোসেন, বাদশা মিয়া, শিক্ষিকা নীলা বোস, মোঃ আবদুল নুর, লায়ন বরুন কুমার আচার্য্য বলাই, শামসুল হায়দার তুষার, ডা. মুজিবুল হক চৌধুরী, জসিম উদ্দিন মিথুন।
উপস্থিত ছিলেন ডা. বেলাল হোসেন উদয়ন, ডা. এস কে পাল সুজন, ডা. মনির আজাদ, খোকন মজুমদার রাজীব, মোঃ আনিসুর রহমান ফরহাদ, রাজেশ চক্রবর্ত্তী, শ্যামল বৈদ্য, রোজী চৌধুরী, ইসমাইল হোসাইন, আঁচল চক্রবর্ত্তী, শিশির পারিয়াল, এড. অজয় বোস, মৌসুমী চৌধুরী, সোমা মুৎসুদ্দী, ডা. শ্যামল সেন, রিদু চৌধুরী, দিলীপ সেনগুপ্ত, শ্যামল মিত্র, জনি পাল, লিপি তালুকদার, সঞ্জয় দত্ত, কেশব অগ্নি, ডা. বিদ্যুৎ দাশগুপ্ত, কবি আশিষ সেন, বনবিহারী চক্রবর্তী, সজল দাশ, মিলন আচার্য্য, রঞ্জন মালাকার, চম্পা চৌধুরী, অন্যন্যা সেন নিপা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।