গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইজতেমা ময়দানে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। গতকাল জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। দুপুর ১টা ৪৩ মিনিটে খুতবা শুরু হয়। এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়। জুমার নামাজ পড়িয়েছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন। এর আগে সকালে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান।
সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। এসময় শিক্ষকদের উদ্দেশে বয়ানের মিম্বার থেকে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বার এর বয়ান করেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান। এর আগে মোজাকেরা আলোচনা করেন ভারতের মাওলানা জামাল।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাবলীগ অনুসারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে কোন জেলা এবং দ্বিতীয় পর্বে কোন কোন জেলার মুসল্লিরা জেলা ইজতেমায় অংশগ্রহণ করবে ইতিমধ্যে দায়িত্বশীলদের জানানো হয়েছে। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন দেশের ৪১টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন ২২টি জেলা ও ঢাকার আরেক অংশের মুসল্লিরা।
ইজতেমা ময়দানে দুইজনের মৃত্যু : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ৭০ বছর বয়সী ছাবেদ আলী শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ছাবেদ ইজতেমা ময়দানের ৪৬ নম্বর খিত্তায় ছিলেন। শুক্রবার দুপুরে সেখানে হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়। ইজতেমা ময়দানেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয় বলে হাবিবুল্লাহ জানান।