টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে একটি পাহাড় থেকে ৬ শিশুসহ অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন স্থানীয় বাসিন্দা ও ১০ জন রোহিঙ্গা বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটককৃতরা হলেনটেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার ও উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়ইতলী এলাকার বাসিন্দা পারভীনা আক্তার ওরফে পারভীন। ওসি জানান, বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হলেও অপর সহযোগীরা পালিয়ে যায়। অপহরণের শিকার হওয়া ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা উখিয়াটেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধসংযোগ সড়কের কারণে রেল থামার আনন্দ ম্লান
পরবর্তী নিবন্ধদারিদ্র্য বিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় যাকাত মোক্ষম ব্যবস্থা