কক্সবাজারের টেকনাফে একটি পাহাড় থেকে ৬ শিশুসহ অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন স্থানীয় বাসিন্দা ও ১০ জন রোহিঙ্গা বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটককৃতরা হলেন– টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার ও উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়ইতলী এলাকার বাসিন্দা পারভীনা আক্তার ওরফে পারভীন। ওসি জানান, বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হলেও অপর সহযোগীরা পালিয়ে যায়। অপহরণের শিকার হওয়া ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা উখিয়া–টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।