আজ থেকে লোহাগাড়া স্টেশনে থামবে ‘প্রবাল এক্সপ্রেস’। কিন্তু থেমে আছে স্টেশনে যাতায়াতের সড়ক সংস্কার কাজ। এতে দুর্ভোগ পোহাতে হবে ট্রেনের যাত্রীদের। রেল স্টেশন থেকে মহাসড়ক পর্যন্ত সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, ২০২২ সালের ২৫ জানুয়ারি লোহাগাড়া রেল স্টেশনে যাতায়াতের জন্য আধুনগর খান হাট থেকে চুনতি হাজি রাস্তার মাথা পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের চুক্তি স্বাক্ষরিত হয় বান্দরবানের ঠিকাদার ইউ টি মংয়ের সাথে। গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ হাজার ২২০ মিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি কাজ শুরু করে ২০২৩ সালের ১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল। বাড়ানো হয়েছে কয়েক দফা কাজের মেয়াদ। কিন্তু চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে সড়কের সংস্কার কাজ শেষ করা হয়নি। বর্তমানে সড়ক সংস্কার কাজ থেমে আছে।
স্থানীয়রা জানান, উক্ত প্রকল্পের মূল ঠিকাদার বান্দরবানের বাসিন্দা। তিনি স্থানীয় ঠিকাদারকে দিয়ে কাজ করান। এই সুযোগে ঠিকাদার প্রভাব খাটিয়ে সড়ক সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে প্রতিবাদ করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বাধ্য হয়ে তৎকালীন ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক থেকে উপজেলার আধুনগর খাঁন হাট বাজার ও চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকা থেকে লোহাগাড়া রেল স্টেশনে যাতায়াতের দুটি রাস্তা রয়েছে। উক্ত সড়কের সংস্কার কাজ বর্তমানে বন্ধ রয়েছে। পুনরায় কবে সংস্কার কাজ শুরু হবে কেউ জানাতে পারেননি।
এদিকে ১ ফেব্রুয়ারি থেকে লোহাগাড়া রেল স্টেশনে থামবে ‘প্রবাল এক্সপ্রেস’ নামে একটি ট্রেন। উক্ত ট্রেনের যাত্রীদের রেল স্টেশনে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হবে। এছাড়া বর্ষা মৌসুমে ওই সড়ক একেবারে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। দ্রুত রেল স্টেশনে যাবার অভ্যন্তরীণ সড়ক সংস্কার করার দাবি জানিয়েছেন ট্রেনের যাত্রীসহ স্থানীয়রা।
স্থানীয় সৈয়দ আহমদ জানান, এতোদিন লোহাগাড়া স্টেশনে ট্রেন না থামায় যাত্রীদের যাতায়াত ছিল না। আজ শনিবার থেকে লোহাগাড়া রেল স্টেশনে ট্রেন থামবে। ট্রেনের যাত্রীর স্টেশনে যাতায়াত করবে। কিন্তু মহাসড়ক থেকে রেল স্টেশন পর্যন্ত উভয় দিকে সংস্কার কাজ বিভিন্ন অনিয়মের কারণে অর্ধেক হয়ে থেমে আছে। কবে পুনরায় কাজ শুরু হবে তাও কারো জানা নেই। সড়ক সংস্কারের কাজ অর্ধেক করে ফেলে রাখায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এমন পরিস্থিতিতে ট্রেনের যাত্রীদের স্টেশনে যাতায়াত করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে।
‘নিরাপদ সড়ক চাই’ লোহাগাড়া উপজেলার সভাপতি মোজাহিদ হোসাইন সাগর জানান, ১ ফেব্রুয়ারি থেকে লোহাগাড়া রেল স্টেশনে ‘প্রবাল এঙপ্রেস’ নামে একটি ট্রেন থামার সিদ্ধান্ত হয়েছে। এতে লোহাগাড়াবাসীর রেলপথের কিছুটা হলেও সুবিধা পাবে। কিন্তু মহাসড়ক থেকে স্টেশনে যাতায়াতের সড়কটির সংস্কার কাজ এখনো শেষ হয়নি। এতে রেলের যাত্রীদের স্টেশনে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হবে। দ্রুত মহাসড়ক থেকে লোহাগাড়া রেল স্টেশন পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফরাদ বিন মুনীর জানান, ঠিকাদার নির্দিষ্ট সময়ে ওই সড়কের কাজ শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হয়ে গেছে। যার কারণে সড়ক সংস্কারের কাজ বন্ধ রয়েছে। পুনরায় টেন্ডার হলে আবারো সড়ক সংস্কারের কাজ শুরু হবে।