বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শুক্রবার তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে সারজিস আলমের বিয়ের তথ্যটি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। খবর বাংলানিউজের।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন আসিফ মাহমুদ। ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরা বরবেশে দেখা গেছে। তার পাশেই দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আরো রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবির ক্যাপশনে আসিফ মাহমুদ লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
পোস্টের মন্তব্যের তলায় সারজিস আলমকে শুভ কামনা ও অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। অনেকে নববধূর পরিচয় জানতে চেয়েছেন। যদিও কনের পরিচয় জানা যায়নি। বিয়ের এই আয়োজন সারজিসের গ্রামের বাড়ি নাকি ঢাকায় হয়েছে সে সম্পর্কেও কিছু জানা যায়নি।