নগরের চামড়া গুদাম এলাকায় ওমর আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি গোডাউনসহ ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ৮ কোটি টাকার মত ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে চামড়া গুদাম এলাকার ওমর আলী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওমর আলী মার্কেটে ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গুদামসহ ৭টির মতো দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা বলে দাবি করেন তারা।
ক্ষতিগ্রস্ত গোডাউনগুলো হলো, ওমর আলী সওদাগরের স’মিল, সুতার গোডাউন, রঙের গোডাউন, আলকাতরার গোডাউন, সিলভার গোডাউন। ৫টি গোডাউনেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে আনুমানিক ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ২৫ লাখ টাকা এবং আনুমানিক উদ্ধার ২ কোটি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।