খাগড়াছড়িতে নাগরিক সনদসহ সেবা পেতে ভোগান্তি, বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩১ জানুয়ারি, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য সেবা পেতে সেবাপ্রার্থীদের ভোগান্তির প্রতিবাদে পৌরসভার ১নং ওয়ার্ডের ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিক্ষোভকারীদের একজন খাগড়াছড়ি পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি মো. মমিন। তিনি অভিযোগ করে বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জন্মনিবন্ধন ও নাগরিক সনদ দেয়ার জন্য টাকা দাবি ও সেবা প্রার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। চলতি ভোটার হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ লাগলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ছাড়া সেবা নিতে আসাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেন।

আরেক ভুক্তভোগী সাধনা শীল অভিযোগ করে বলেন, এলজিইডির প্রকৌশলী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে কোনভাবেই নাগরিক সনদ দিচ্ছে না। উনার অফিসে কয়েকবার যাওয়ার পরও সনদের জন্য উনি স্বাক্ষর দেয় নি।

অভিযোগ অস্বীকার করে তৃপ্তি শংকর চাকমা বলেন, আমি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা। পৌরসভার কাউন্সিলর না থাকায় জনপ্রতিনিধির কাজ অতিরিক্ত করতে হচ্ছে। তথ্য যাচাই বাছাই করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে পৌরসভার জনপ্রতিনিধিদের পদ বিলুপ্তির কারণে বিভিন্ন বিভাগের প্রধানদের কাউন্সিলরের দায়িত্ব প্রদান করা হয়। এতে নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গুঁড়িয়ে দেওয়া হল তিন ইটভাটা, জরিমানা ৭ লাখ টাকা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কার্তুজসহ যুবক গ্রেপ্তার