রোটারী বন্ধুত্বের মাধ্যমে সমাজের কম ভাগ্যবানদের ভাগ্যায়নে সমমনা বন্ধুদের সাথে নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব চিটাগং ইস্টের উদ্যোগে এবং রোটারী ক্লাব অব নোয়াখালীর বন্ধুদের সহযোগিতায় গৃহহীন, কর্মহীন একজন ব্যক্তিকে একটি নতুন ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।
এই মহতী কাজে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব চিটাগং ইস্টের সভাপতি রোটারিয়ান নিলুফা আজাদ, রোটারিয়ান জুবাইদুর রহমান সাকিব, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান রাকিবুল ইসলাম, রোটারিয়ান নাসিমা আক্তার, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া এবং রোটারী ক্লাব অব নোয়াখালীর বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোঃ রকিউদ্দিন রিপন, রোটারিয়ান সিপি এডভোকেট নসরুলল্লাহ আব্বাসী, রোটারিয়ান পিপি এডভোকেট কাজল, রোটারিয়ান পিপি এডভোকেট মাজেদ, সমাজসেবক মহিউদ্দিন সোহেল, সমাজসেবক ও ছাত্রনেতা মোঃ হীরন এবং ভ্যান গাড়ি গ্রহনকারী মোঃ শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।