বাঁশখালীতে আমেনাতুল জান্নাত প্রকাশ রাশেদা বেগম (৫৫) নামে এক বিধবা নারীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল গুনাগরি বাঁশগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাশেদা বেগমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুর ইউনিয়েনের জঙ্গল গুনাগরী বাঁশগুনিয়া এলাকায় নিজ ঘরে একাই থাকেন বিধবা নারী রাশেদা বেগম। গত সোমবার এলাকার ইমাম আহমদ রেজা (রহ.) সুন্নী নূরানী মডেল মাদরাসা ও হেফজখানার ছাত্ররা ভিকটিম নারীর বাসায় যায়। তারা দরজা খোলা অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করলে দেখা যায় রাশেদা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে এলাকাবাসী রাশেদা বেগমকে উদ্ধার করে গুনাগুরীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন বাগচী গতকাল বলেন, রাশেদা বেগমের স্বামী মাওলানা কামাল উদ্দিন গত ১৪ বছর আগে মারা যায়। কেউ এখনো মামলা কিংবা অভিযোগ করেনি, তারপরেও তদন্ত চলছে। অপরাধী চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।