সাতকানিয়ার এওচিয়ায় সম্প্রীতি সমাবেশ

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ার এওচিয়ায় সম্প্রীতি সমাবেশ গতকাল শনিবার অজিত সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সভাপতি স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন দীপক কুমার পালিত। মহান অতিথি ছিলেন হাফেজ মুহাম্মদ নাজিম হোসেন, জামায়াতে ইসলামীউপজেলা সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন রিমন কান্তি মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, আশুতোষ চক্রবর্ত্তী, রঞ্জন আচার্য্য, মোহাম্মদ সেলিম উদ্দিন, সুপন সিকদার, শম্পা চৌধুরী, রাজীব কুমার ধর, সৈকত পালিত রাসেল, রাজীব নন্দী, অ্যাডভোকেট রাজীব দেব, অ্যাডভোকেট সুজন পালিত, উত্তম দাশ, রঞ্জন বৈদ্য, চন্দন দাশগুপ্ত, রকি ধর, সুব্রত দাশ পাপ্পু, জয় দাশ, অর্ক বিশ্বাস, অঞ্জয় শীল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান অন্তবর্তী সরকার সকল ধর্মের মানুষের সমঅধিকার ও সমমর্যাদায় বিশ্বাসী। আবহমানকাল হতে এ জনপদে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সমপ্রদায়ের মানুষ সৌহার্দ্য ও সমপ্রীতিময় পরিবেশে বসবাস করে আসছে। যেকোন মূল্যে এধারা অব্যাহত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে নতুন দেশ বিনির্মাণে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধসভাপতি রিয়াজ হায়দার, সাধারণ সম্পাদক সবুর শুভ