চট্টগ্রামের লাইটারেজ জাহাজ মালিকদের সংগঠন ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাংয়ের (আইভোয়াক) ত্রি–বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কাদেরিয়া শিপিংয়ের হাজী সফিক আহমদ সভাপতি এবং সমতা শিপিংয়ের আজিজুর রহমান সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আবু বকর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ইতোপূর্বে বেলায়েত হোসেন সিনিয়র সহ–সভাপতি, অমল চন্দ্র দাস সহ–সভাপতি, পারভেজ আহামদ সহ–সভাপতি, নরোত্তম চন্দ্র সাহা (পলাশ) সহ–সাধারণ সম্পাদক, অনজন মজুমদার সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ কুন্ডু বাপ্পি প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এম এ বকরের নেতৃত্বে কাজী মনিরুল ইসলাম ও এস এম এনামুল হকের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন উপরোক্ত ফলাফল ঘোষণা করে। উল্লেখ্য, সিডিউল অনুযায়ী গত ২৭ এপ্রিল আইভোয়াকের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩ জন সদস্য তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি মর্মে দ্বিতীয় শ্রম আদালতে মামলা রুজু করা হলে আদালত নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন। পরবর্তী আদালত উক্ত রায় স্থগিত করলে গত ৬ জুন পুনরায় নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। বাদীপক্ষ উচ্চ আদালতে মামলা করলে আবারো স্থগিত হয়ে যায় নির্বাচন। উচ্চ আদালতের পূর্বের স্থগিতাদেশ স্থগিত হলে গত ২০ জুন নির্বাচনের তারিখ পুনঃ নির্ধারণ করা হয়। কিন্তু ওই তারিখে মামলাজনিত কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। সর্বশেষ গত ৬ জানুয়ারি দ্বিতীয় শ্রম আদালত মামলা খারিজ হওয়ার প্রেক্ষিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয় বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, আইভোয়াকের মোট ৯টি পদের বিপরীতে ৬টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬ জন প্রার্থী নির্বাচিত হন। গতকাল সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এই ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক পদের বিপরীতে দুজন প্রার্থী করে মোট ৬জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেন। নির্বাচন চলাকালে শ্রম অধিদপ্তরের পরিচালক, প্রতিনিধি, সিটিএসবি ও পুলিশ প্রশাসনের লোক উপস্থিত ছিল।