দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান বইঘর–এর প্রতিষ্ঠাতা, প্রয়াত সৈয়দ মোহাম্মদ শফির নামে সম্মাননা প্রবর্তন বাস্তবিক অর্থেই প্রশংসনীয় কাজ। এতো সম্মাননার ভিড়ে প্রকাশকদের মূল্যায়ন নিয়ে এতোদিন কারো কোনো ভাবনা ছিলো না। একজন প্রয়াত গুণী প্রকাশকের কর্মকে প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এবং প্রকাশকদের সৃষ্টিশীল কাজকে মূল্যায়ন করার অভিপ্রায়ে স্বাধীন প্রকাশন যে উদ্যোগ নিয়েছে তা দেশের ব্যপ্তিতে অনন্য নজির সৃষ্টি করেছে। এজন্য স্বাধীন প্রকাশনের কর্ণধার–চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি অভিনন্দন পাওয়ার কথা।
গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানে ৬ গুণীজনকে প্রথমবাবের মতো এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্বাধীন প্রকাশনের স্বত্বাধিকারী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রকাশনা জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, শৈলী প্রকাশনের উপদেষ্টা সম্পাদক রাশেদ রউফ, ইতিহাসের খসড়ার স্বত্বাধিকারী মুহাম্মদ শামসুল হক, কালধারা প্রকাশনীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী জামাল উদ্দিন, আবির প্রকাশনের মুহম্মদ নুরুল আবসারকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মানী তুলে দেয়া হয়।
এস এম আজাদের পবিত্র কোরআন তেলোয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস। বক্তব্য দেন, সম্মাননা আয়োজন কমিটির আহ্বায়ক মো. মোশারফ হোসাইন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, লেখক শারুদ নিজাম, ড. শামসুদ্দিন শিশির। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মাননা আয়োজন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল হোসেন নিশান। অনুষ্ঠানমালায় নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের আবৃত্তি, মানহা মোশাররাত ও মার্সিয়া মোশাররাতের দেশ নিয়ে গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি। প্রেস বিজ্ঞপ্তি।