সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সুবিধাবঞ্চিত শিশুদেরকেও সুস্থ ও সবল নাগরিক রূপে গড়ে তুলতে হবে। তিনি গতকাল শনিবার নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান খান, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা, ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্টগ্রাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রয়াস–চট্টগ্রামের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত আশার আলো–চট্টগ্রামের অধ্যক্ষ লেঃ কমান্ডার মো. শরিফুল ইসলাম প্রমুখ। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২দিন ব্যাপী আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১৯টি প্রতিষ্ঠানের ৭৫৭ জন নিবাসী শিশু ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সকল উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।