সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই– আজম বীর প্রতীক এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতারের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাতে মিলিত হন চাটগাঁ ভাষা পরিষদ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ চাটগাঁ ভাষা পরিষদের উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং চাটগাঁ ভাষার রূপ পরিচয় ও চাটগাঁইয়া সঅজ পন্না বই দুটি উপহার প্রদান করা হয় উপদেষ্টাদ্বয়কে। এসময় চাটগাঁ ভাষা পরিষদের হয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনিন কাউসার চৌধুরী, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, কবি ও লেখক ইউসুফ মুহাম্মদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতাউল্লাহ খান ও পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।