পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবি থাকলে এসব দাবিগুলো শান্তিপূর্ণ উপায়ে আদায় করতে হবে। শিক্ষকদের সম্মান আছে এ সম্মান আগামীতেও থাকবে। তিনি গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রাথমিক শিক্ষক সমিতি পটিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ৭৫জন অবসরপ্রাপ্ত শিক্ষককের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষক সমিতি পটিয়া শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. নাছিরের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়ার সাবেক শিক্ষা অফিসার আবু আহমেদ, রাউজান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিশা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. আবুল মনসুর, সমিতির অর্থ সম্পাদক মুহাম্মদ মনির আবছার চৌধুরী, মো. হারুনর রশিদ প্রমুখ। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. সেলিমুর রহমান, রঘু রঞ্জন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি সংবর্ধিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ৭৫ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়।