বান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ কালু (৫০)। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের মেম্বার পাড়ায় এলাকায় বন্য হাতির পাল ফসল খেতে লোকালয়ে দেন। খামার বাড়িতে ধান খেতে গিয়ে ঘরবাড়ি ভেঙ্গে লন্ডভন্ড করে। এসময় হাতির আক্রমণে ঘরে আঘাতপ্রাপ্ত হলে গুরুতর আহত অবস্থায় ১ শ্রমিককে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান লোকজন। সেখানে নেয়ার পর মোহাম্মদ কালুর (৫০) মৃত্যু হয়। নিহত শ্রমিক সরই ইউনিয়নে ইছহাক মেম্বার পাড়ায় একটি খামার বাড়িতে পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন। সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর পুত্র।

সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন বলেন, বন্য হাতিগুলো খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসে।

ধান খেতে খামার বাড়িতে ঢুকে ঘরবাড়ি লন্ডভন্ডের সময় হাতির আক্রমনে পান খেতের এক শ্রমিক মারা গেছে।লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন, হাতির আক্রমণে শ্রমিক নিহতের খবর পেয়েছি।

এ ঘটনায় তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, নিহত শ্রমিকের সূরতহাল সংগ্রহ করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চাঁদের গাড়ি ভর্তি সেগুন কাঠ আটক