বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কোতায়ালী থানার উদ্যোগে গতকাল শনিবার আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি গণতন্ত্র অভিযাত্রার অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। থানা সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, যুব নেতা জাবেদ চৌধুরী, রাশিদুল সামির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।