অতীতের ন্যায় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে

সাতকানিয়া পৌর জামায়াতের শিক্ষাবৈঠকে জাফর সাদেক

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, ওয়ার্ড ও ইউনিট সংগঠনের দায়িত্বশীলগণ কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তসমূহকে কর্মীদের মাঝে পৌঁছিয়ে দিয়ে থাকেন। আপনারা সক্রিয় থাকলে কেন্দ্রীয় সংগঠন গতিশীল থাকবে। আপনারা নিষ্ক্রিয় হলে সংগঠন হুমকির মুখে পতিত হবে। তাই ময়দানের হাজারো বাধাবিপত্তি সত্ত্বেও অতীতের ন্যায় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। দক্ষিণ জেলার সাতকানিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল গত শুক্রকার শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদের সভাপতিত্বে শিক্ষাবৈঠকে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী তারেক হোসাইন, এম. ওয়াজেদ আলী, পৌর নায়েবে আমীর মুহাম্মদ শাহ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধতাফসীরে ফাউজুল আজিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠান