বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

সিলেটচট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন: কাজির দেউরী মোড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব হলে সিলেটচট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের ৫টি এতিমখানার শিক্ষার্থী ও শীতার্ত দুস্থ মানুষের মাঝে গত ২৪ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. বদরুল হুদা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক মো. একরাম হোসেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফয়সাল আহমেদ, মো. আব্দুল মালেক, মো. নুরুল হুদা চৌধুরী, মো. আব্দুল আলিম। মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও স ম জিয়াউর রহমান ও ফারহানা আফরোজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাহাব উদ্দিন খালেদ ফারুক, এইচ এম শামীম, মো. আনোয়ার হোসেন, মো. মাসুদ রানা, জান্নাতুল ফেরদৌস রিয়া, লিয়াকত হোসেন লিমন, আরিফুল আকবর চৌধুরী, আবুল হাশেম। শেষে চট্টগ্রামের ৫টি এতিমখানার ১৫০জন শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বায়েজিদ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বায়েজিদ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৪ জানুয়ারি নগরীর বায়েজিদ বোস্তামী থানাস্থ ২নং জালালাবাদ ওয়ার্ডের বালুচড়া এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বালুচড়ার দক্ষিণ কালী মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পমপম বড়ুয়া, মিটন রবি দাস, রুবেল কুমার নাথ, যীশু দে, সাগর বড়ুয়া, ইঞ্জিনিয়ার জিতেন বড়ুয়া, বিশ্বনাথ প্রতাপ শীল, রানা চৌধুরী, রুপন সেন, কিরণ চন্দ্র হালদার প্রমুখ।

কামাল পাড়া যুব সংঘ: হাটহাজারী প্রতিনিধি জানান,পৌরসভার কামাল পাড়া যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা গত শুক্রবার সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান। আমন্ত্রিত অতিথিরা প্রায় ৩০০ জন দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এরশাদ, মো.শফিকুল ইসলাম, নুরুল আজম রাশেদ, মো. ওসমান, মোহাম্মদ সোহেল রানা, ওমর ফারুক মিন্টু,মো. পারভেজ, রেজাউল করিম বাবু, মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক আহসান আরিফ চৌধুরী জুয়েল প্রমুখ। তাছাড়া উপজেলার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে মোহাম্মদ রাশেদের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এইচ এম হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে বখতিয়ারুল আলম বাচ্চু ও মো.ওয়াহিদুল আলমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন মাহাবুবুল আলম চৌধুরী, মীর কাশেম, আব্দুর রশিদ মেম্বার, সেলিম হাসান, মো.জাহাঙ্গীর আলম মুন্সি, আহসান মাসুম, দিদারুল আলম মুন্সী, মনির আহম্মদ, নুরুল আবছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের নীতি ও আদর্শ নিয়ে সমাজ বিনির্মাণে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধঅতীতের ন্যায় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে