রাঙ্গুনিয়ায় বিএনপির লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে দেশ সমৃদ্ধ হবে। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। গত শনিবার ধামাইরহাট বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। তিনি বাজারে আগত ক্রেতা– বিক্রেতা, পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষসহ দোকানে, দোকানে গিয়ে লিফলেট এ বিতরণ করেন। একইসাথে তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এর আগে দক্ষিণ রাজানগর বিএনপি আহবায়ক কামাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ফণপঠন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী। বক্তব্য রাখেন শাহেদ কামাল, মো. ফারুকুুল ইসলাম, কামাল উদ্দিন মাস্টার, রফিকুল ইসলাম, আলমগীর কবির শাহ, মিজানুর রহমান, আবদুল মজিদ, আনোয়ার হোসেন, নূরউদ্দিন, রুকন উদ্দিন, মো. হাছান, মো. ইউনুচ, সোহেল রানা, শামসুল আলম, আবু তৈয়ব ও মো. হোসেন প্রমুখ। শুরুতে এক মিছিল উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মরিয়মনগর ডিসি সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।