শো’আয়বকে অস্বীকারকারীগণ যেন এই সব ঘরের মধ্যে কখনো বসবাসই করেনি; শো’আয়বকে অস্বীকারকারীই ধ্বংসে পতিত হলো।
– আলকোরানের বঙ্গানুবাদ (৭.৯২) সূরা আল–আ’রাফ।
ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহতায়ালা লানত করেন।
– আল হাদীস (আবু দাউদ, তিরমিজী)।
বিচারে দেরি করার অর্থ অবিচার করা।
– লেন্ডার।